Monday, January 27, 2014

সাদা-কালো জীবন > শুভ সালাতিন


আমারা খোলা চোখে পৃথিবীকে রঙিন দেখি । কিন্তু জীবন কি আসলই রঙিন ? সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আমাদের দেশের সাধারন মানুষের জীবন ।

ঢাকা মেডিকেল হাস্পাতাল-এর সামনের ফুটপাথ । পরম আনন্দে দুপুরের খাবার খাচ্ছে  কয়েকজন শ্রমজীবী মানুষ । সাদা ভাত,আলু ভর্তা আর ডাল । এই অতি সাধারণ খাবার যে তৃপ্তি নিয়ে গ্রহণ করছে- এরকম তৃপ্তি নিয়ে আমারা কি খেতে পারি ?
সদর ঘাট, সংসার এর বোঝা কাঁধে তার। বউ-এর অনেকদিনের শখ একটা আলমারির । জমানো টাকা শেষ -তবু ত বউ-এর শখ পুরন হোল।

সদর ঘাট এর ছেলে । পেশা কুলিগিরি। আয় রোজগার খারাপ না । বাপ মরা সংসার একাই বয়ে চলছে সে । স্কুলে যাওয়ার খুব  ইচ্ছে ছিল তার, কিন্তু তার দুচোখে এক অবেক্ত বেদনা ।

0 comments:

Tuesday, January 14, 2014

Shabagh 2013-Public Protest Against War Criminals of 1971 ( শাহবাগ জেগে থাকে...শাহবাগ ঘুমায় না...)

সে এক অদ্ভুত সময় । তারুণ্য জেগেছে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার জন্য । শাহাবাগ এ শত কণ্ঠে স্লোগান উঠেছে ' ক-তে কাদের  মোল্লা-তুই রাজাকার...তুই রাজাকার...। শহরের সব রাস্তা এসে  থেমে গেছে শাহবাগে । হাতে হাতে প্রজ্জলিত মোমবাতি । সবার এক দাবি রাজাকারদের  বিচার চাই ।


    ০৬।০২।২০১৩
     ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
   ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
   ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩
    ০৬।০২।২০১৩

   ০৬।০২।২০১৩

0 comments: